ঢাকা: রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় জিকরুল্লাহ জিতু (৩০) নামে এক বিসিএস পরীক্ষার্থী মারা গেছেন। শনিবার (২ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
এ খবর নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন। তিনি জানান, ভোরে আইসিইউতে মারা যায় জিতু। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। ৫০ শতাংশ দগ্ধ নিয়ে আইসিইউতে ভর্তি আছেন ইয়াছিন।
তার ভগ্নিপতি গিয়াসউদ্দিন জানান, জিতুর বাড়ি পাবনার আতাইকুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম আসাদুল ইসলাম। তিনি রাজধানীর বাংলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে নাহিদ নামের এক যুবক তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসী সংলগ্ন ছয়তলা একটি ভবনের তিনতলায় দুজন মেস করে থাকতেন। রাত সাড়ে আটটার দিকে তাদের রুমে বিস্ফোরণ ঘটে। এতে দুইজন দগ্ধ হন।
এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রেজোয়ানুল বলেন, অনেকদিন ধরে গ্যাস সাপ্লাইয়ে সমস্যা ছিল। বিকেল তিন থেকে চারটা পর্যন্ত গ্যাস থাকে না। তাই হয়তো তিন তলায় তারা গ্যাসের সিলিন্ডার এনে রেখেছিল বুয়ার সুবিধার জন্য। এত বিকট আওয়াজে তা বিস্ফোরণ হয়েছে যে, দ্বিতীয় রুম পর মূল ফটক এবং অন্যরুমের খাট তা চুরমার করে সিঁড়িতে ফেলে দিয়েছে। অন্যান্য ইউনিটের জানালার গ্লাসও পুরো চুরমার হয়ে গেছে।
আরও পড়ুন: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় তেজতুরী বাজারের বাসার বিস্ফোরণ