Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চান ডিএনসিসি মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৮:০৪

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমাদের জন্য সামনে আরেকটি চ্যালেঞ্জ আসছে। সেটা হলো কিউলেক্স মশা। এর জন্য আমরা আরেকটি অভিযান শুরু করব। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চাই।

শনিবার (২ অক্টোবর) উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সামনেই কিউলেক্স মশার চ্যালেঞ্জ আসছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

আগামী শনিবার থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকা শহরে যারা জমির মালিক ও ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের বলব, ফাঁকা জায়গা, ডোবায় মশা জন্ম নিচ্ছে। এই জায়গাগুলো আপনার নিজ উদ্যোগে পরিস্কার করুন। সকল ডেভেলপার কোম্পানি ও জমির মালিকরা আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে চিঠি পেয়ে যাবেন। সবার সহযোগিতায় আমরা সুস্থ, সচল, আধুনিক, সুন্দর ঢাকা গড়তে চাই।’

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এমও

কিউলেক্স মশা ডিএনসিসি মেয়র নগরবাসীর সহযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর