১৬ অক্টোবর থেকে সীমিত আকারে চলবে চবির শাটল ট্রেন
২ অক্টোবর ২০২১ ১৮:৪৯
চট্টগ্রাম ব্যুরো: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন আগামী শনিবার (১৬ অক্টোবর) থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার মনিরুল বলেন, ‘সীমিত আকারে ১৬ অক্টোবর থেকে শাটল ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর বটতলি স্টেশন থেকে ২টি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার দুপুরে এই দুটি ট্রেন শহরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছি না। শিক্ষার্থীদের এক ডোজের ভ্যাকসিনের ওপর নির্ভর করছে।’
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত বছর মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে বন্ধ আছে শাটল ট্রেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) ও শনিবার (২ অক্টোবর) একটি করে ট্রেন চালু করেছে কর্তৃপক্ষ।
সারাবাংলা/সিসি/এমও