Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের পিটুনিতে আহত চবি কর্মকর্তা, নেশাগ্রস্ত ছেলে গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৯:১৪

চট্টগ্রাম ব্যুরো: ছেলের মারধরে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাফরুল আলম চৌধুরী। পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত ছেলে টাকা চেয়ে না পেয়ে বাবার ওপর হামলা চালায়। ঘটনার পর ওই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকায় জাফরুল আলমের বাসায় এ ঘটনা ঘটেছে। রাতে জাফরুল আলম বাদি হয়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) তার বড় সন্তান।

বিজ্ঞাপন

আহত জাফরুল আলম চৌধুরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দিন সারাবাংলাকে জানান, মামলার এজাহারে জাফরুল অভিযোগ করেছেন, কয়েক বছর ধরে তার ছেলে নেশাগ্রস্ত। প্রায়ই টাকার জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিতেন এবং টাকা পেলে মাদকসেবন করতেন। শুক্রবার সকালে বাথরুমে অজু করতে যাওয়ার সময় তার কাছ থেকে টাকা চায় ছেলে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার ছেলে তাকে এলোপাথারি কিল-ঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

আহত জাফরুলের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে আসেন। এসময় শাখাওয়াত তার মাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে দ্রুত বাসা ছেড়ে চলে যায়। পরে জাফরুলকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর শাখাওয়াতকে গ্রেফতারের তোড়জোড় শুরু করে পুলিশ। রাতে শাখাওয়াত বাসায় ফেরার পর পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পরিদর্শক কামাল উদ্দিন।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি কর্মকর্তা ছেলের পিটুনি

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর