Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসা অ্যাপস চ্যালেঞ্জের ৪৮ ঘণ্টাব্যাপী হ্যাকাথন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৯:৫২

ঢাকা: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ সালের ৪৮ ঘণ্টাব্যাপী হ্যাকাথন চলছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে ১ থেকে ২ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১।

বিজ্ঞাপন

এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রথম বছরের তুলনায় অন্তত দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে প্রতিযোগিতায় যুক্ত করেছে। বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় জমা দেয়। অসম্পূর্ণ প্রকল্প বাতিল করার পর যাচাই-বাছাই শেষে ১২৫টি প্রকল্প নির্বাচিত হয়েছে, যারা ভার্চুয়ালি ১ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার টানা হ্যাকাথনে অংশ নিয়েছেন। অর্ধশতাধিক মেন্টর অংশগ্রহণকারীদের ভার্চুয়ালি নির্দেশনা দিচ্ছেন।

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, নকশাবিদ, চিত্রশিল্পী, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। এ বছর আন্তর্জাতিকভাবে বিশ্বের ২৫১টি শহরে একযোগে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন অনুষ্ঠিত হচ্ছে। বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) ভার্চুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করছে।

বেসিস ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১’র স্থানীয় প্রতিযোগিতার পুরস্কার আগামী ৫ অক্টোবর বিকাল ৪টায় অনলাইনে ঘোষণা করা হবে। আর পুরস্কার প্রদান অনুষ্ঠান পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

নাসা স্পেস চ্যালেঞ্জ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর