Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ১৮ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ০৮:৩৬

সিরাজগঞ্জ: জেলার সঙ্গে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের নলকার পূর্ব পাশের ২নং সেতুর পশ্চিমে চলন্ত ট্রাককে পিছন থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কার ঘটনায় দুইজন আহত হয়েছেন। এতে করে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে পাচলিয়া বাজার এলাকা পর্যন্ত প্রায় ১৮কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৩ অক্টোবর) ভোর পৌনে ৪টায় ফায়ার সার্ভিসের সদস্য ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ভারটেক করতে গিয়ে উত্তরবঙ্গগামী একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যান। এতে ট্রাকের চালক ও তার সহকারী হালকা আহত হন। তবে কাভার্ডভ্যানের সামনের দিক ধাক্কা খেয়ে ভিতরের দিকে চলে আসায় ওই চালক আটকে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে এ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে একদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও অন্যদিকে পাচলিয়া বাজার পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটারের তীব্র যানজটের সৃষ্টি হয়।

উদ্ধার অভিযান শেষ হলে রাস্তা থেকে দুর্ঘটনারত ট্রাক দুটি সরিয়ে নিলেই যানজট কেটে যাবে বলে জানিয়েছেন এসআই আমিনুল।

সারাবাংলা/এনএস

১৮ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতু পশ্চিম