Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৪:৪০

বরিশাল: বরিশালে একটি পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত সম্পাদক আলম রায়হানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার বা‌সিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অত‌র্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন তারা। তাদের হামলায় দখি‌নের সময়ের বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য় প্রতিনিধি হাফিজ ও সরকা‌রি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।

আহতরা জানান, অফিসের সামনের জায়গায় পানি জমেছিল। সেখানে দুই শ্রমিক বালু ফেলছিলেন। এ সময় স্থানীয় যুবদল নেতা তৌহিদসহ কয়েকজন এসে তাদের মারধর করে এবং পাশের একটি ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তাদের উদ্ধারে এগিয়ে গেলে সাংবাদিক আলম রায়হান গুরুতর আহত হন। এ সময় হাফিজ আর মশিউর ছাড়াও খালিদ, মামুনুর রশিদ, রিফাত, রুনুসহ বেশ কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

১৯৮১ সালে সাপ্তাহিক সুগন্ধায় চিফ রিপোর্টার জনপ্রিয় ‘গেদুচাচার খোলা চিঠি’র লেখক আলম রায়হান সাপ্তাহিক সুগন্ধা, সুগন্ধা কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, দৈনিক যায়যায়দিন এবং বাংলা ভিশন ও মাইটিভিতে কাজ করেছেন। বর্তমানে তার সম্পাদনায় বরিশাল থেকে ‘দৈনিক দখিনের সময়’ নামের একটি স্থানীয় দৈনিক নিয়মিত প্রকাশিত হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সঙ্গে সাংবাদিক আলম রায়হানের জমি সংক্রান্ত বিরোধ চলছে। খবর পে‌য়ে পু‌লিশ সদস্যরা ঘটনাস্থ‌লে গিয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বরিশাল সম্পাদককে কুপিয়ে জখম

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর