Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে ঢাবিতে অস্থায়ী ক্যাম্প

ঢাবি করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৭:২১

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ অস্থায়ী ভ্যাকসিন ক্যাম্প বসানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, তারা ক্যাম্পেই অন স্পট নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারবেন।

সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে’ এই কার্যক্রম শুরু হবে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. সারওয়ার জাহান মুক্তাফী। তিনি জানান, এই অস্থায়ী ক্যাম্পে শুধুমাত্র সিনোফার্ম (ভেরোসেল) টিকা দেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুরু হয়ে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) টিকা ১ নভেম্বর ২০২১ রোববার থেকে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রসমূহে যারা রেজিস্ট্রেশন করে এখনো টিকা নিতে পারেননি, তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড দেখিয়ে অস্থায়ী টিকা কেন্দ্রে ১ম ডোজ টিকা নিতে পারবে।

এছাড়াও যারা এক ডোজ টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রসমূহে নিয়েছেন, তারাও মোবাইলে মেসেজ আসা সাপেক্ষে অস্থায়ী ক্যাম্পে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। তবে শুধুমাত্র সিনোফার্ম (ভেরোসেল) ভ্যাকসিন গ্রহণকারীরাই ক্যাম্পে টিকা নিতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রসমূহ ছাড়া দেশের অন্য কোনো টিকাকেন্দ্রে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের সেখানেই টিকা গ্রহণ করতে হবে। তবে দ্রুত টিকাপ্রাপ্তির জন্য একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদফতরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই উদ্দেশে ক্যাম্পে সংরক্ষিত তালিকায় শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরআইআর/এমও

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর