Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে আজও উত্তাল টঙ্গী

লোকাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৮:৪৮

টঙ্গী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে। এ ঘটনায় আজও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৩ অক্টোবর) বিকাল ৪টা থেকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষুব্ধরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় নেতাকর্মীরা রাস্তায় সিটি করপোরেশনের মেয়রের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানো (শোকজ) চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দলের আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়— অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত আপনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। এটি সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ উত্তাল টঙ্গী বহিষ্কার মেয়র জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর