Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২১:৩৫

নোয়াখালী: কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশের নেতা শাহাদাত হোসেন সজলকে (২৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/এসএসএ

ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর