Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে ডা. সুব্রতের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা বিএমএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৫:০৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে হাসপাতালে ফেরার পথে কিছু সন্ত্রাসী মাইক্রোবাসে এসে ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ ডা. সুব্রত সাহার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। ডা. সুব্রতের উপরে হামলার এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন।

শনিবার (২ অক্টোবর) দুপুরে বিএমএ দফতর সম্পাদক ডা. মো. শেখ শহীদ উল্লাহ’র সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমও ডিসি) ডা. সুব্রত সাহার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় বিএমএ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

একইসঙ্গে বিএমএ নেতারা অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

উল্লেখ্য, ডা. সুব্রত সাহার ওপর হামলার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে জরুরি অস্ত্রপাচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।

আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, তিনি প্রতিদিনের মতো বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৫/৭ যুবক নেমে অতর্কিতভাবে কুপিয়ে আহত করে মাইক্রোবাসে পালিয়ে যায়।

সারাবাংলা/এসবি

গোপালগঞ্জ চিকিৎসকের উপর হামলা ডা. সুব্রত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর