Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস করা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২৩:৩৩

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব বলেছেন, ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতির অবারিত সুযোগ এবং যেকোনো উপায়ে অর্থ সম্পদ আহরণের অশুভ দুর্বৃত্তপূর্ণ সংস্কৃতির জন্ম দিয়ে বাঙালির উত্থানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শাসকরা উন্নয়ন স্লোগানের আড়ালে বাঙালি জাতীয়তাবাদকে নিঃস্ব করে জাতির নৈতিক শক্তিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৩ অক্টোবর) আ স ম রবের উত্তরার বাসভবনে অনুষ্ঠিত জেএসডি স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাঙালিকে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রপরিচালনার বহুমুখী কর্মে সম্পৃক্ত করে বাঙালি জাতীয়তাবাদকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনা গ্রহণ না করে, রাজনৈতিক অধিকারহীন করা হচ্ছে। দুর্নীতি ও অপশাসনে সম্পৃক্ত করে বাঙালিত্বকে বিনষ্ট করা হচ্ছে, যা কোনক্রমেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাঙালিত্বকে বিনষ্ট
করা হবে জাতির ধ্বংসের শামিল।’

সভায় আ স ম রব আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল স্বাধীনতার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জাতিকে উচ্চতর করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। এখন আমাদের একমাত্র পথ হচ্ছে তৃতীয় জাগরণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশকে নিশ্চিত করা।’

সভায় দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সা কা ম আনিসুর রহমান খাঁন, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

উন্নয়ন স্লোগান জেএসডি বাঙালি জাতীয়তাবাদ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর