Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২১ ১২:৪৭

জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান ফুমিও কিশিদা।

সোমবার (৪ অক্টোবর) পার্লামেন্ট থেকে অনুমোদন পাওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি।

এর আগে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন এলডিপি’র নীতি গবেষণা পরিষদের প্রধানের দায়িত্ব পালন করেন ফুমিও কিশিদা।

এর আগের সপ্তাহের বুধবার হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপি’র নতুন প্রধান নির্বাচিত হন কিশিদা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।

এদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে নভেম্বরে অনুষ্ঠেয় পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।

পার্লামেন্টে ভোটাভুটির আগে কিশিদা বলেছিলেন, তিনি দেশের এই শীর্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। দায়িত্ব পাওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, এ এক নতুন অভিযাত্রা।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর