ঢাকা: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এক বাবার ফোনকলে তার শিশু কন্যা ধর্ষণের অভিযোগে রাব্বিকুল ইসলাম নয়ন (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ অক্টোবর) বিকেলে ৯৯৯ এ কল আসার পর এ বিষয়ে সোচ্চার হয় দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।
এর আগে, একজন কলার দিনাজপুরের বড়াইপুর থেকে ফোন করে জানান, তার নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুকন্যাকে তার ভাইয়ের ছেলে যৌন নির্যাতন করেছে।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে, দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. জসীম জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুর সঙ্গে কথা বলে ধর্ষণের সত্যতা পেয়ে অভিযুক্ত নয়নকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।