Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউকমের রিপনকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ১৫:২০

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৪ অক্টোবর) মতিঝিল জোনাল টিম ডিবি পুলিশের এসআই মো. আ. মালেক আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে কিছুক্ষণের মধ্যে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রতারণার মামলায় রাজধানী থেকে রোববার (৩ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। এ ই-কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকমসহ অনেকে ই-কর্মার্স প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এআই/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর