Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পর্যটন স্থাপনা তৈরির সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ১৬:৩৩

ঢাকা: কক্সবাজারের হোটেল শৈবাল এবং মোটেল প্রবাল ও উপর‘র জায়গা একত্রিত করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত পর্যটন স্থাপনা তৈরির জন্য সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে পর্যটন শিল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করার জন্যও সুপারিশ করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র দ্বাদশ বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে করোনা মহামারিতে পর্যটন শিল্পের ক্ষয়-ক্ষতি এবং এ থেকে উত্তরণে বাংলাদেশ পর্যটন করপোরেশনের গৃহীত ব্যবস্থা; পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত হোটেল-মোটেলগুলোর সার্বিক পরিস্থিতি; পর্যটন শিল্পে বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা; পর্যটন শিল্প উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা; প্রাতিষ্ঠানিক অনিয়ম ও অব্যবস্থাপনা এবং বিগত ৫(পাঁচ) বছরের রিপোর্ট/অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সম্বলিত পর্যটন স্থাপনা তৈরির জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের জন্য ‘ডেডিকেটেড ক্যাসিনোসহ’ তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্যও কমিটি সুপারিশ করে।

বিজ্ঞাপন

বৈঠকে পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে কাজে লাগানোর জন্য সুপারিশ করা হয়। এছাড়া বিদেশি পর্যটক আকর্ষণের জন্য ভিসা ও ইমিগ্রেশন পদ্ধতি সহজীকরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিকের সুপারিশও করা হয়। পাশাপাশি পর্যটন শিল্প বিকাশের স্বার্থে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে তাদের সযযোগিতা নেওয়ার জন্যও কমিটি সুপারিশ করে।

বৈঠকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কমিটি সরকারি প্রতিষ্ঠান সুপারিশ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর