Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যা মামলায় রিকশাচালকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ১৭:০৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় স্ত্রী শোভাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী রিকশাচালক রাসেল মাহমুদ সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগমের আদালত আসামি অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি সবুজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. মিজান এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, গত সাত বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন সবুজ ও শোভা। বিয়ের পর শোভাকে মারধর করতো সবুজ। ২০১৪ সালের ১০ ডিসেম্বর সকাল ৮টার দিকে সবুজ কদমতলী হাজী খোরশেদ আলী রোডের বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। গত ১২ ডিসেম্বর শোভার লাশ বাসা থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বোন রিভা কদমতলী থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

২০১৭ সালের ২৩ আগস্ট মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই (নি.) মোহাম্মদ নজরুল ইসলাম। ২০১৮ সালের ২৭ আগস্ট সবুজের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

সারাবাংলা/এআই/এমও

যাবজ্জীবন রিকশাচালক স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর