ইলিশ ধরা ঠেকাতে সাগরে অভিযানে নৌবাহিনী
৪ অক্টোবর ২০২১ ১৯:৫৯
চট্টগ্রাম ব্যুরো: প্রজনন মৌসুমে ইলিশ ধরা ঠেকাতে সাগর ও উপকূলীয় এলাকায় অভিযানে নেমেছে নৌবাহিনী। সরকার সোমবার (৪ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় নৌবাহিনীর সাতটি জাহাজ সাগরে ও দেশের অভ্যন্তরীণ নদীতে ২২ দিন ধরে অভিযান চালাবে।
অভিযানের অংশ হিসেবে সেন্টমার্টিন, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকায় নৌবাহিনীর জাহাজ মধুমতি, বরিশাল এলাকায় বরকত, পিরোজপুরে তিস্তা, চাঁদপুর এলাকায় অতন্দ্র ও খুলনায় গোমতি বিশেষ টহল দিচ্ছে।
এছাড়া বাগেরহাটে নৌবাহিনীর জাহাজ তুরাগ, পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১২ এবং নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং সেলের সদস্যরা চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকায় সাগরে অভিযানের জন্য অবস্থান করছেন।
২৫ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষের পর নৌবাহিনীর অভিযানও শেষ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/টিআর