Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই সন্তানকে নিয়ে বিষপান, মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২০:২৯

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলার শাল্লা উপজেলায় দুই শিশু সন্তানসহ বিষপান করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় সন্তানরা বেঁচে গেলেও মৃত্যু হয়েছে মায়ের। মৃত গৃহবধূর নাম আঁখি আক্তার (২৬)।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি আক্তার ওই গ্রামের শামসুল হকের স্ত্রী। সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) তাদের সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে যান শামসুল হক। আজ (সোমাবার) দুপুরে বাড়িতে এসে দেখতে পান স্ত্রীসহ তার দুই সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় সন্তানরা জানায় তাদের বিষ খাওয়ানো হয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের সিলেট নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে যাওয়ার পথে আঁখি আক্তার মারা যান। পরে দুই সন্তানকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শামসুল হক। এখন তাদের অবস্থা উন্নতির দিকে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, পারিবারিক কলহের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

মায়ের মৃত্যু সন্তানসহ বিষপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর