মনমোহন প্রকাশের পরিবারের কাছে আমরা চিরকৃতজ্ঞ: অর্থমন্ত্রী
৪ অক্টোবর ২০২১ ২০:৩৯
ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ ও ভুটানের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, তার (মনমোহন প্রকাশ) বীর পিতা ভারতীয় বিমান বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর তিনি এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হিসেবে চার বছরে অসামান্য সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নযাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে আমাদেরকে ঋণী করেছেন।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব মিজ ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও এডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সমকালীন বৈশ্বিক উন্নয়ন বিষয়গুলোতে মনমোহনের বুদ্ধিমত্তা ও দূরদর্শী চিন্তাভাবনা সত্যিই বিস্ময়কর, যা অনস্বীকার্য। বছরের পর বছর ধরে বাংলাদেশের শুভকামনায় মনমোহন যে অকৃত্রিম সমর্থন দিয়েছেন, তাতে বাংলাদেশ ও এডিবি’র মধ্যেকার সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। মনমোহন দাফতরিক দায়িত্ব পরিবর্তনের কারণে আমাদের কাছে বিদায় নিলেও কার্যত তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। কেননা তিনি তার কাজের মাধ্যমে আমাদের হৃদয় ও মন জয় করেছেন।
অর্থমন্ত্রী আরও বলেন, এডিবি’র নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং আমাদের দলের নতুন সদস্য। আমি তাকে নিশ্চিত করতে চাই যে তিনি আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। আশা করছি তিনিও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত করে আমাদের অকৃত্রিম বন্ধুতে পরিণত হবেন।
সারাবাংলা/জেজে/টিআর
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ