Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্লিনফিড বাস্তবায়নে ৬ অক্টোবর থেকে মাঠে নামবে ভ্রাম্যমাণ আদালত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৭:১২

ড. হাছান মাহমুদ [ফাইল ছবি]

ঢাকা: বিদেশি চ্যানেলের ক্লিনফিড সম্প্রচার বাস্তবায়নে বুধবার (৬ অক্টোবর) থেকে ফের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে অনেক চ্যানেলের ক্লিনফিড আসে। সেগুলো প্রথমে কেউ চালায়নি, পরে অনেকে চালানো শুরু করেছে। আমরা আজকেও সময় দিচ্ছি, যেসব চ্যানেল ক্লিন ফিড হিসেবে আসে সেগুলো চালানোর জন্য।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকে ফের দেশের বিভিন্ন জায়গায় যেসব চ্যানেল ক্লিনফিড আসার পর চালানো হচ্ছে না, তার জন্য মোবাইল কোর্ট চালানো হবে। অন্যান্য শর্ত যদি কেউ না মানে, তাহলে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেশ এবং দেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রির স্বার্থে আইন কার্যকর করেছি। এ আইন আশেপাশের অনেক দেশে অনেক আগেই কার্যকর হয়েছে। আমাদের দেশের একটি মহল এ আইন কার্যকর করতে দেয়নি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত্রি ছড়ানোর কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, এটাকে পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে। সেগুলো হালে পানি পায়নি।’

তিনি বলেন, ‘আইন কার্যকরের বিষয়ে আমরা এবার বদ্ধপরিকর। আর কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্লিনফিড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর