Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে বাসায় বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৭:৩৪

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ইয়াছিন তালুকদার (৩২) নামে আরেক শিক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ইয়াছিন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

ডা. আইউব জানান, ইয়াছিনের শরীরের শ্বাসনালিসহ ৫০ শতাংস দগ্ধ হয়েছিল।

এর আগে, গত শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জিকরুল্লাহ জিতু। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধ ইয়াসিন বড় বোন উম্মে কুলসুম জানায়, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বাবার নাম মৃত ইব্রাহীম তালুকদার।

ইয়াছিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছিল। তেজগাঁওয়ে মেসে থেকে টিউশনি করতো। তিন বোন চার ভাইয়ের মধ্যে ইয়াছিন ছিল দ্বিতীয়।

কুলসুম জানান, তিনিও চাঁদপুরে থাকেন ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছেন।

গত শুক্রবার (১অক্টোবর) রাত সারে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে নাহিদ নামের এক যুবক তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসি সংলগ্ন ৬ তলা একটি বাড়ির ৩ তলায় দুজন মিলে ম্যাস করে থাকতো তারা। রাত সাড়ে ৮টার দিকে তাদের রুমে বিস্ফোরণ ঘটে। এতে দুইজন দগ্ধ হন।

সারাবাংলা/এসএসআর/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিট

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর