Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছরের কম বয়সীদের আপাতত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ২১:৫৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। ২৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একইসঙ্গে ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরও পাচ্ছে ভ্যাকসিন। তবে ১৮ বছরের কম বয়সী শিশুদের আপাতত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এ বিষয়টি এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ অক্টোবর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. খুরশীদ বলেন, ১৮ বছরের নিচে শিশুদের আপাতত ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই শিশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এমনকি সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮২ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ৫ লাখ করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সে হিসেবে সপ্তাহে দেওয়া হচ্ছে ৩০ লাখ এবং মাসে এক কোটি ২০ লাখ। এভাবে দিলেও দ্রুত লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন সংরক্ষণে পর্যাপ্ত সক্ষমতা আছে। যেসব জায়গায় ফাইজারের ভ্যাকসিন দেওয়া যাচ্ছে, সেখানেই আমরা দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের রয়েছে। যেভাবে ভ্যাকসিন আসছে তাতে সংরক্ষণে কোনো সমস্যা হবে না। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে আমরা ২৬টি আল্ট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও ভ্যাকসিন আসবে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘ফাইজারের ভ্যাকসিন এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই সেগুলো দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

১৮ বছরের কম বয়সী ভ্যাকসিন

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর