Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের টয়লেট থেকে ১৪ কেজি সোনা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ২৩:৫৩

ফাইল ছবি

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি৪০৪০-এর টয়লেট থেকে ১২০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রায় ১৪ কেজি ওজনের এসব সোনার বাজারমূল্য প্রায় পৌনে ১০ কোটি টাকা।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

বিমান বাংলাদেশের এই ফ্লাইটে আরও সোনা থাকতে পারে সন্দেহে এখনো অভিযান চলছে। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ অভিযান পরিচালনা করছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র সারাবাংলাকে জানিয়েছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি৪০৪০ ফ্লাইটটির টয়লেটে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। মোট ১২০টি সোনার বারের একেকটির ওজন ১১৬ গ্রাম করে।

শুল্ক গোয়েন্দা সূত্র বলছে, সব মিলিয়ে জব্দ করা সোনার বারগুলোর ওজন ১৩ কেজি ৯২০ গ্রাম। এই সোনার বাজারমূল্য বাংলাদেশি টাকায় ৯ কোটি ৭৭ লাখ টাকা।

সারাবাংলা/এসজে/টিআর

বাংলাদেশ বিমান সোনা জব্দ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর