Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মর্টার শেলের খবর পেয়ে মিরপুরে বোম ডিসপোজাল ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৪:২৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ১৪:৪৫

ঢাকা: রাজধানীর মিরপুরের রাইনখোলা বাজার এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (৬ অক্টোবর) র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান হেসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল (৫ অক্টোবর) র‍্যাব-৪ এর আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় একটি মর্টার সেল সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। আজ (৬ অক্টোবর) র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম সেটি নিরাপদ স্থনে নিয়ে ডিসপোজ করার জন্য কাজ করছে।’

এ ব্যাপারে বিস্তারিত ঘটনাস্থলে জানানো হবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বোম ডিসপোজাল ইউনিট মর্টার সেল

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর