Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপ্রতিসম জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কার করে নোবেল পেলেন ২ জন

আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২১ ১৬:১২

ঢাকা: চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

বুধবার (৬ অক্টোবর) তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। একাডেমির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য দুই বিজ্ঞানীকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

দুই বিজ্ঞানী অণু তৈরির জন্য একটি সহজ যন্ত্র আবিষ্কার করেছেন যা নতুন ওষুধ তৈরি ও সবুজ রসায়নে সাহায্য করবে।

নোবেল কমিটির সদস্য পেরনিলা ভিটুং স্টাসেদে বলেন, অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কার করে দুই বিজ্ঞানী রাসায়নিক অণু নিয়ে আমাদের ভাবনায় সম্পূর্ণ নতুন খোরাক জুগিয়েছেন।

জার্মান রসায়নবিদ বেঞ্জামিন লিস্টের জন্ম ১৯৬৮ সালে, ফ্রাঙ্কফুর্টে। বর্তমানে তিনি জার্মানির ম্যাক্স-প্ল্যাঙ্ক-ইনস্টিটিউট ফর কোহলেনফোর্সচংয়ে কর্মরত।

অপর নোবেল বিজয়ী ডেভিড ম্যাকমিলানের জন্ম ১৯৬৮ সালে, যুক্তরাজ্যের বেলশিলে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে কর্মরত।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর