Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে প্রথমবারের মতো এসপিসি টাওয়ার স্থাপন করলো ইডটকো বাংলাদেশ

সারাবাংলা ডেস্ক
৬ অক্টোবর ২০২১ ১৬:৫৯

ঢাকা: স্টিলের বিকল্প হিসেবে কংক্রিট ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ‘স্প্যান প্রি-স্ট্রেসড কংক্রিট’ (এসপিসি) টাওয়ার স্থাপন করলো সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। টাওয়ার ব্যবস্থাপনায় ‘অ্যান্ড টু অ্যান্ড’ সুল্যশন দেওয়া কোম্পানিটি আজ মানিকগঞ্জ সদরে আনুষ্ঠানিকভাবে নিজেদের সর্বাধুনিক উদ্ভাবনীমূলক এই টেলি-অবকাঠামোটি স্থাপন করেছে।

ইডটকোর নিজস্ব প্রকৌশলীদের নকশা করা অভিনব এই কাঠামোটি মূলত স্টিল ও কংক্রিটের এক অনন্য সংমিশ্রণ। টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে এরকম ‘কম্পোজিট স্ট্রাকচার’ বাংলাদেশে এবারই প্রথম।
প্রায় ৩৩. ৩ মিটার উচ্চতার নান্দনিক এই এসপিসি টাওয়ারটি তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল, যা আরও ভালো নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করে। তাছাড়া এতে উৎপাদন সময়ও কম লাগে। সঠিকমাত্রায় দৃঢ়তা নিশ্চিতকরণের পাশাপাশি টাওয়ারের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে এই এসপিসি পোলটির ভেতরে প্রসারণযোগ্য স্টিলের তার ব্যবহার করা হয়েছে। ফলে ভারী বৃষ্টিপাত, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়েও পোলটি নিরবিচ্ছিন্নভাবে নেটওয়ার্ক সংযোগ প্রদান করতে পারবে। এছাড়া স্টিলের বিকল্প হিসেবে কংক্রিটের ব্যবহার টাওয়ারটির নান্দনিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই উদ্ভাবন সম্পর্কে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, এদেশে ‘টেকসই টেলিযোগাযোগ পরিমণ্ডল’ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইডটকো বাংলাদেশ। এ খাতে গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সারাদেশে নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা গড়ে তুলতে আমাদের মেধাবী প্রকৌশলীরা এমন সব অভিনব সুল্যশন বের করেছে, যেগুলো একাধারে পরিবেশবান্ধব, উচ্চ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এবং সাশ্রয়ী। সারাদেশে টেকসই ও শেয়ারযোগ্য অবকাঠামো স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এসপিসি টাওয়ার স্থাপনের এই পদক্ষেপটি তারই ফসল।

বিজ্ঞাপন

এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইডটকো গ্রুপ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর আবদুল ইয়াজিদ কাসিম বলেন, ইডটকো টেকসই অবকাঠামো ডিজাইনের মাধ্যমে, ইস্পাতের উপর আমাদের নির্ভরশীলতা এবং পরিবেশের উপর প্রভাব কমাতে বিকল্প উপকরণ ব্যবহার করে চলেছে। বাংলাদেশ এ ধরনের উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভুমিকা রাখছে এবং এসপিসি টাওয়ার স্থাপনের মাধ্যমে সবুজ কর্মসূচী, উদ্ভাবন এবং টেকসই ও পরবর্তী প্রজন্মের প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পের সুরক্ষিত ভবিষ্যত গড়ার ক্ষেত্রে ইডটকো গ্রপের যে অঙ্গীকার, সেটাকে আরও শক্তিশালী করেছে।

সারাবাংলা/এসএসএ

ইডটকো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর