Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লিনফিড বিষয়ে আর সময় দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৭:৫৫

ঢাকা: বিদেশি চ্যানেলগুলো ক্লিনফিড বা বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট যখন পাঠাবে তখনই সেগুলোর সম্প্রচার শুরু হবে। এ বিষয়ে আর কোনো সময় দেওয়া হবে না। যে সব চ্যানেল ক্লিনফিড পাঠাবে তারাই শুধু সম্প্রচার করতে পারবে।

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ’ডিস্ট্রিবিউটরদের দুই-বছর আগে থেকে তাগাদা দিয়েছি, বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলোকে ক্লিনফিড চালাতে হবে। তাগাদা দেওয়ার পর বেশ কয়েকবার তাদের সঙ্গে বসেছি। মাস দেড়েক আগে সবার সঙ্গে বসেছিলাম, সিদ্ধান্ত ছিল ১ অক্টোবর থেকে ক্লিনফিড কার্যকর হবে। এটি ছিল সর্বসম্মত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘এখন আমাকে তারা বলছে, বিদেশি টেলিভিশনগুলো এখন ক্লিনফিড পাঠাবে। আমি বলেছি, ক্লিনফিড পাঠালে আমরা চালাব, এত দিন পাঠায়নি কেন? ক্লিনফিড পাঠানোর দায়িত্ব তো তাদেরই। তারা অন্যান্য দেশে পাঠায় আমাদের এখানে পাঠাবে না কেন? তারা (বিদেশি চ্যানেলগুলো) পাঠানোর (ক্লিনফিড) উদ্যোগ নিয়েছে, পাঠাবে। যখন পাঠাবে তখনই সম্প্রচার শুরু হবে। আমি কোনো সময় দেওয়ার পক্ষপাতী নই। অনেকগুলো চ্যানেল ক্লিনফিডসহ সম্প্রচার হচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা ক্লিনফিড করে চ্যানেল চালু করতে পারবে তারা চালু করবে, যে পারবে না সে প্রচারেও যেতে পারবে না। এর উপকার পুরো গণমাধ্যম পাবে। খুব সহসা এর উপকার আপনারা দেখতে পাবেন। এটি দেশের স্বার্থেই করা হয়েছে। তবে ক্লিনফিড হলেও এমন কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না, যেগুলো সমাজে বিরূপ প্রভাবে ফেলবে। সেটিও আমরা দেখব।’

বিজ্ঞাপন

বিদেশি চ্যানেলের ক্লিনফিডের জন্য আবার সময় চান বলে গতকাল ক্যাবল অপারেটররা জানিয়েছেন— এবিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ক্লিনফিডের জন্য সময় চেয়ে আমাদের কাছে কেউ আবেদন করেনি। সময় ২ বছর দেওয়া হয়েছে। সুতরাং আর সময় ক্ষেপণের সুযোগ নেই।’

ক্যাবল অপারেটররা তাদের আয় থেকে সরকারকে কোনো কর দেয় না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে হবে। এটি তারা মেনেই নিয়েছেন। যখন ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড হবে, তখন ফাঁকি দেওয়া সম্ভব হবে না।’

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন করার অতিরিক্ত ফি ধার্যের সিদ্ধান্ত খুব শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটি করা হলে দেশের শিল্পীরা ও বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠান সবাই উপকৃত হবে।’

এসময় বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

 

সারাবাংলা/জেআর/আইই

ক্লিনফিড টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর