Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটের আবাসিক হল খুলছে ২০ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ২০:৩৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলো ২০ অক্টোবর খুলে দেওয়া হচ্ছে। তবে শুরুতে শুধুমাত্র করোনার ভ্যাকসিনের উভয় ডোজ অথবা প্রথম ডোজ নেওয়া সমাপনী বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

বুধবার (৬ অক্টোবর) চুয়েটের একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ অক্টোবর সকাল ৮টায় চুয়েটের সব আবাসিক হল শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্ততিতে বলা হয়, করোনার টিকার ন্যূনতম প্রথম ডোজ কেউ গ্রহণ না করলে তাকে হলে উঠতে দেওয়া হবে না। সেক্ষেত্রে যারা করোনার ডোজ গ্রহণ করেননি তাদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে ছাত্রকল্যাণ দফতরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ৪ নভেম্বর ও ১১ নভেম্বর চুয়েটের সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর