Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের উন্নয়নের ১০% হেডম‌্যান কারবারিদের হাতে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ০০:১৬

হেডম‌্যান সম্মেলন-২০২১-এর উদ্বোধন

বান্দরবান: দেশের ১০ শতাংশ উন্নয়ন হেডম‌্যান কারবারিদের হাতে বলে মন্তব্য করেছেন বান্দরবান অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগে‌ডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। হেডম‌্যান কারবারিরা তাদের দা‌য়িত্ব ঠিকমতো পালন করলে দেশের ১০ শতাংশ উন্নয়ন হবে বলে মন্তব‌্য করেছেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) সকা‌ল সাড়ে ১১টার সময় বান্দরবান ক‌্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সেনা রিজিয়নের উদ্যোগে অনু‌ষ্ঠিত হেডম‌্যান সম্মেল‌ন-২০২১-এ প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

অনুষ্ঠানে ব্রিগে‌ডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, আপনারা সবাই একত্রিত হয়ে হাত মি‌লিয়ে সব কাজ করবেন। তাহলেই সার্বিকভাবে সবার উন্নতি হবে।

জুম চাষ প্রসঙ্গে তিনি বলেন, পাহা‌ড়ে জুম চাষ পরিবেশের অনেক ক্ষ‌তি করে। এর ফলে পা‌নির সংকটসহ জীববৈচিত্র্যেরও ক্ষ‌তি হয়। তাই ধীরে ধীরে জুম চাষ থেকে সরে আসতে হবে। বিকল্প পদ্ধতিতে চাষাবাদের চিন্তা করতে হবে।

এর আগে, বেলুন উড়িয়ে হেডম্যান সম্মেলনের উদ্বোধন করেন ব্রিগে‌ডিয়ার জেনারেল জিয়াউল হক। পরে বান্দরবানের বোমাং রাজা, বোমাং সার্কেলের শতা‌ধিক হেডম‌্যান ও কারবারিদের সঙ্গে উম্মুক্ত মত‌বি‌নিময় সভা ক‌রেন তিনি।

সম্মেলনে হেডম‌্যান কারবারিরা জানান, এলাকার ভূ‌মি সমস‌্যাসহ পাহাড়ি ও দুর্গম এলাকায় কাজ করতে গিয়ে তাদের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। পর্যাপ্ত সুযোগ-সু‌বিধা না থাকায় তারা প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়েন।  সুন্দরভাবে কাজ চা‌লিয়ে যেতে তারা সেনাবা‌হিনী ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে বান্দরবান বোমাং রাজা উচ প্রু চৌধুরী, বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রা‌ফি, বলীবাজার জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মো. শরীফ উল আলম, নাইক্ষ‌্যংছ‌ড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহ আবদুল আজীজ আহ‌মেদ, আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. মনজুরুল হাসান, রুমা জোন কমান্ডার লে. কর্নেল হাসান শাহ‌রিয়ার ইকবালসহ সেনা কর্মকর্তা ও বি‌ভিন্ন মৌজার হেডম‌্যান কারবারিরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/টিআর

হেডম্যান কারবারি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর