Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখনো অনেক বড় হইনি’


১৩ ডিসেম্বর ২০১৭ ১৯:১৯

স্পেশাল করেসপন্ডেন্ট
বেতন না দেওয়ার কারণে স্কুলের খাতা থেকে নাম কাটা পড়ে তিন-তিনবার। শৈশব আর কৈশোরে দেখেছেন বছরে অন্তত একবার প্রাকৃতিক দুর্যোগে পড়ে ক্ষতির মুখে পড়েন কৃষক বাবা বাবরু মিয়া।

কুমিল্লার লাকসামের  অজপাড়াগাঁয়ে  তাই খরা বা বর্ষা মৌসুমে  পড়তে হতো খাবার সংকটে। তখন পুষ্টিকর খাবার তো দূরের কথা তিনবেলা খাবার জোটাও ছিল দায়। তাই সেই কৃষক বাবার ছেলের পক্ষে তখন কলেজে পড়ার  স্বপ্ন দেখাও ছিল এক ধরনের বিলাসিতা।

বুধবার দুপুরে সারাবাংলা ডটনেট-এর নতুন আয়োজন ‘মিনিস্টার টকস’-এ এভাবেই নিজের ফেলে আসা জীবনের কথা শোনালেন সফল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠক আ হ ম মুস্তফা কামাল

তাঁর সফলতা ও জীবনের গল্প শুনতে চাইলে বলেন, ’স্বপ্ন দেখার সুযোগ ছিল না। ইন্টারমিডিয়েটের ফরম-ফিলাপের টাকা যোগাতে পারেননি বাবা। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়তে ঢাকা আসবার সময় পকেটে ট্রেন ভাড়াও ছিল না। টানা দুই দিন ধরে তাই কখনো হেঁটে ,কখনো ট্রেনের চেকারকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে ঢাকায় পড়তে আসি, পড়াশোনার চালাতে অন্যের বাসায় লজিং থাকি।’

১৯৬৭-তে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বাণিজ্য ও আইন বিষয়ে স্নাতক পাস, এরপর অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর। এ ছাড়া পৃথিবীর  নানা বিশ্ববিদ্যালয়ের নামী-দামি ডিগ্রি পাওয়া সরকারের সফল এই মন্ত্রী জানালেন, ‘এখনো অনেক বড় হইনি। তবে বিশ্বাস করি, বড় হতে গেলে লেখাপড়া, সততা আর মানুষকে ভালবাসার কোনো বিকল্প নেই। জ্ঞানের নানা শাখায় পদচারণায় পারে একজন মানুষকে সফল করতে আর আত্মবিশ্বাসী করতে।’

লোটাস কামাল উপাধি:  ১৯৭০ সালে পাকিস্তানের (পূর্ব ও পশ্চিম পাকিস্তান) চার্টার্ড অ্যাকাউনন্ট্যান্সি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন  মুস্তফা কামাল। আর একমাত্র বাঙালি হিসেবে এমন বিরল কৃতিত্বের কারণেই তিনি পান  ‘লোটাস’ উপাধি। এরপর থেকেই পরিবারের দেওয়া নাম আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল হয়ে যান ‘লোটাস কামাল’।

সফলতার অসংখ্য সিঁড়ি পেরিয়ে আসা ৭০ বছর বয়সী ব্যবসায়ী লোটাস কামাল এখন ১৪ হাজার ১ শ’ ৩৯ কোটি  টাকার মালিক। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সরকারের পরিকল্পনামন্ত্রী পদের বাইরেও আছে অসংখ্য পরিচয়। তিন-তিনবারের এই সংসদ  সদস্য সফল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠক। মুস্তফা কামাল জানালেন তাঁর কলেজ-জীবনের স্মৃতি, ‘খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল। স্কুল-কলেজে খেলতামও ভালোই কিন্তু আর এক  ইঞ্চি লম্বা যদি হতাম! গেম টিচারও তা-ই বলতেন। আর তাই আমগাছে রশি ঝুলিয়েও লম্বা হওয়ার চেষ্টা করেছি  এক সময়। কিন্তু এখন ভাবি লম্বা হলে গেম টিচার হতে পারতাম কিন্তু আজকের আমি হতাম না।’

সারাবাংলা/জেডএফ/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর