Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের হাতে উপাচার্যের ফুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২০:৩২ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ২০:৪০

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সিভাসু উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) সীমিত আকারে সশরীরে পাঠদান শুরু হয়েছে। পুরোদমে ক্লাস শুরু হবে ১৮ অক্টোবর থেকে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সিভাসু উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। দেড় বছর পর ক্লাসে আসা শিক্ষার্থীদের মধ্যে এ সময় দেখা যায় উচ্ছ্বাস।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সিভাসু উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স, এমপিএইচ এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। প্রথমদিনে শিক্ষার্থীরা ব্যবহারিক ও তত্ত্বীয় ক্লাসে অংশ নিয়েছেন। তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয় গত ৫ অক্টোবর।

আগামী ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস খুলে দেওয়া হবে। এরপর ১৮ অক্টোবর থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে। তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। এ ছাড়া ক্লাসে অংশ নিতে হবে স্বাস্থ্যবিধি মেনে।

সারাবাংলা/আরডি/একে/টিআর

উপাচার্যের ফুল করোনা টপ নিউজ নভেল করোনাভাইরাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিভাসু

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর