Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশার লোভে বন্ধুত্ব, তারপর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২০:৪২

র‌্যাবের হাতে গ্রেফতার অটোরিকশা চালক ফরিদ

মানিকগঞ্জ: ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফরিদ মিয়া (৩৩)। কিন্তু সে চায় তার নিজের একটি অটোরিকশা থাকুক। এ চিন্তা থেকেই একটি অটোরিকশা ছিনতাইয়ের পরিক্ল্পনা করে সে। পরে পরিকল্পনা অনুযায়ী বন্ধুত্ব করে সাভারের সবুজবাগ এলাকার ভাড়াটিয়া মাসুদ শেখের সঙ্গে। এরপর কৌশলে মাসুদ শেখের অটোরিকশা ছিনতাইয়ের ছক আঁকে। কিন্তু মাসুদ টের পেয়ে ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ফরিদ।— এভাবেই বলছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জে সংবাদ সম্মেলনে মাসুদকে খুনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় মোজাম্মেল হক বলেন, ‘২ অক্টোবর রাতে কৌশলে মাসুদকে সিংগাইর উপজেলার দাশেরহাটি এলাকায় ডেকে নেয় ফরিদ। এরপর সেখানে মাসুদের গলায় গামছা পেছিয়ে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় সে। ৫ অক্টোবর মাসুদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় সিংগাইর থানা পুলিশ। ওইদিনই মাসুসের ভাই মজনু মিয়া বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন। এরপর আসামি গ্রেফতারে মাঠে নামে র‍্যাবের একটি দল।’

৬ অক্টোবর রাতে সাভার থেকে হত্যাকারী ফরিদকে গ্রেফতার করে র‍্যাব। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী সিংগাইর উপজেলার আলমাস হোসেনের অটোপার্সের দোকান থেকে অটোরিকশা এবং উপজেলার গোবিন্দল এলাকা থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু ও গামছা এবং ফরিদের বাড়ি থেকে ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, ‘মাসুদকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ফরিদ। পরে র‍্যাবের হাতে ধরা পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

অটোরিকশা খুন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর