Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের কারাগার থেকে দেশে ফিরল ২০ শিশু-কিশোর-কিশোরী

লোকাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২১:১৪

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে কিশোর-কিশোরীরা

বেনাপোল (যশোর): ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ১১ জন কিশোরী, ৮ জন কিশোর ও একজন শিশু। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ৪টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শারমিন সুলতানা স্মৃতি উপস্থিত ছিলেন।

ফেরত আসা শিশু-কিশোর ও কিশোরীরা হলো- নড়াইল জেলার ইকবাল ফকিরের ছেলে হাসিব ফাকির (১৭), মাসুদ মোল্লার ছেলে সবুজ মোল্লা (১০) ও সুমন মোল্লা (১৪), নারায়ণগঞ্জ জেলার সেলিম মিয়ার ছেলে সুইটি ইসলাম (১৭), শরিফুল ইসলামের মেয়ে সুমি খাতুন (১৪), সুইট খাতুন (১৪), অপর্ণ, (১৬) রাফেজা খাতুন (২০), রাবেয়া খাতুন (২১), বাগেরহাট জেলার জাবেদ আলী (১৫), হাসান মাহমুদ (১৩), খুলনা জেলার সাজিদ হোসেন (১৪), লক্ষীপুর জেলার আদনান (১৫), নোয়াখালী জেলার বাপ্পি হাসান (১৩), যশোর জেলার নুর খাতুন (১৪), মুক্তা মোল্লা (১৩), ইষিতা (১৩), শেরপুর জেলার মৌসুমি খাতুন (১৭), সুমাইয়া খাতুন (২১), সাতক্ষীরা জেলার ফাতেমা খাতুন (২১) ও বরিশাল জেলার মেঘলা রায় (২১) ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রাজু বলেন, ‘ভালো কাজের প্রলোভনে পড়ে এই শিশু-কিশোরেরা ভারতে পাচার হয়েছিল। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে জেলখানায় যায়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির একপর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা রোকেয়া বেগম ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা শাখার রেখা রাণী বলেন, ‘এরা ভারতে পাচার হয়ে পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে জেলে যায়। জেল থেকে নদীয়া জেলার করিমপুরে একটি শেল্টার হোম ও কলকাতার একটি শেল্টারহোম তাদের ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর আমরা সরকারের মাধ্যেমে তাদের দেশে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরিয়ে আনি। যশোর আমাদের হোমে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করা হবে।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি এনজিও জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ ভারতের কারাগার শিশু-কিশোর


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর