Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদিতমারীতে একযোগে জাতীয় পার্টির সব নেতাকর্মীর পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২২:১১

লালমনিরহাট: আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সব ইউনিটের নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে পদত্যাগ পত্র জমাদানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির সদ্য পদত্যাগ করা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান লিমন উপজেলা কমিটির সঙ্গে যোগাযোগ না করেই একক সিদ্ধান্তে বিভিন্ন পদক্ষেপ নেন। যা জাতীয় পার্টির অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ কারণে গত ৪ অক্টোবর আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভার আহ্বান করা হয়। সভায় উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠিনক সম্পাদকসহ সব নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজ উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা কমিটি ও ৮টি ইউনিয়নের সব নেতাকর্মী একযোগে জেলার সদস্য সচিবের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবরে পদত্যাগ পত্র দাখিল করেছি।’

উপজেলা জাতীয় পার্টির সদ্য পদত্যাগ করা সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘অদক্ষ ও অল্প বয়সের একজনকে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব করায় সবাই ক্ষুব্ধ হয়েছেন। জেলা সদস্য সচিবের একক ও মনগড়া সিদ্ধান্তে জাতীয় পার্টি সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাই সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছি। পদত্যাগ পত্র চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।’

সারাবাংলা/এমও

আদিতমারী জাতীয় পার্টি পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর