Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভানুলালের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ২৩:০৪

উপনির্বাচনে বিজয়ী ভানু লাল রায়

মৌলভীবাজার: উপনির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়াম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভানু লাল রায়। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ভানুলাল মোট ভোট পেয়েছেন ৫৮ হাজার ৩০৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৪৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব পেয়েছেন ৭৯৪টি।

উল্লেখ্য, ২১ মে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমও

উপজেলা চেয়ারম্যান উপনির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর