Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরজে নিরব রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ১৯:০৮

আরজে নিরব: ফাইল ছবি

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আরজে নিরব দেশের সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি সিটি এফএম রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এএম

আরজে নিরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর