Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ মাস পর ইবির আবাসিক হল খুলছে কাল

পল্লব সিয়াম, বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২১ ২২:৩১

ফাইল ছবি

ইবি: দীর্ঘ ১৮ মাস পর কাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে হল কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চ থেকে হলগুলো বন্ধ রাখা হয়। করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে যেকোনো বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে আবাসিক হলগুলো প্রস্তুত। ইতোমধ্যেই হল প্রশাসন সংস্কার কাজসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল ১০টা থেকে যেকোনো বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। শুধুমাত্র আবাসিক কার্ড ও ন্যূনতম এক ডোজ টিকা কার্ডধারী শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। গণরুম থাকবে না এবং অছাত্রদের হলে উঠতে দেওয়া হবে না।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে ইবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে দেয়। গত ৪ অক্টোবর ২৫৩তম সিন্ডিকেট সভায় ৯ অক্টোবর (শনিবার) আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর