Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশন কর্মী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ১২:৩০ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১২:৩১

মোহাম্মদ বেলাল উদ্দিন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তা কমীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। সিভিল অ্যাভিয়েশনের ওই নিরাপত্তা কর্মীর নাম মোহাম্মদ বেলাল উদ্দিন।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান জানিয়েছেন, সকালে আসা একটি ফ্লাইটে স্বর্ণের বারের চালান আসবে এমন তথ্য ছিল এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের কাছে। এই তথ্য অনুযায়ী তারা ওই চালান জব্দের কৌশল নেন।

বিজ্ঞাপন

সকাল ৯টা ৫০ মিনিটে একটি ফ্লাইট আসে। ওই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেন। দায়িত্বরত নিরাপত্তা কর্মী বেলালকে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। টয়লেট থেকে বের হওয়ার পর তাকে চ্যালেঞ্জ করেন এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এসময় বেলাল দৌড় দিলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কোমরের বেল্টে বাঁধা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

সংশ্লিষ্টরা জানান, ১০ মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। সেখানকার কোনো যাত্রী এই চালান টয়লেটে রেখে এসেছিল বলে তাদের ধারণা।

তবে আটক বেলাল দাবি করেছেন, টয়লেটের ঝুঁড়ি থেকেই এসব স্বর্ণের বার তিনি কুড়িয়ে পেয়েছেন।

জব্দ ৮০ পিস স্বর্ণের বারের ওজন প্রায় ১০ কেজি। দাম প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এনএস

৮০ পিস স্বর্ণের বার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর