রোববার জামিন বাড়ানোর আবেদন করবেন পরীমনি
৯ অক্টোবর ২০২১ ১৬:৪৪
ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির গত ৩১ আগস্ট জামিন মঞ্জুর করেন আদালত। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দেন। কিন্তু গত ৪ অক্টোবর সিআইডি পুলিশ পরীমনিসহ তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর।
রোববার (১০ অক্টোবর) মামলাটির তারিখ ধার্য রয়েছে। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন পরীমনি। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী শনিবার (৯ অক্টোবর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ধার্য তারিখে বেলা সাড়ে ১১টা থেকে ১২ নাগাদ আদালতে হাজিরা দেবেন পরীমনি। তিনি এ মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন পান। সেই হিসেবে তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পরীমনি কাল আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করবেন।
আরও পড়ুন:
- সিআইডির চার্জশিটে অভিযুক্ত পরীমনি
- পরীমনির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর
- পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যায় অসন্তোষ
- পরীমনির রিমান্ড ‘সরল বিশ্বাসে’, ক্ষমাপ্রার্থনা বিচারকদের
- পরীমনির রিমান্ড: ফের দুই বিচারকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
- পরীমনির রিমান্ড: ফের দুই বিচারকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেল ৪টার পর বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পর দিন কারামুক্ত হন পরীমনি।
সারাবাংলা/এআই/পিটিএম