Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২১ ১৭:০৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২১ ২০:১৮

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব পদে দলটির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেওয়া হয়েছে। ২ অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর পদটি শূন্য ছিল।

শনিবার (৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক সাংগঠনিক আদেশে চুন্নুকে মহাসচিব নিয়োগ দেন।

সাংগঠনিক আদেশ বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুজনিত কারণে পার্টির মহাসচিবের পদটি শূন্য হয়। সেজন্য জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিয়োগ দেওয়া হলো। যা অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্ন