আইন না থাকলেও শেকৃবিতে ছাত্র ইউনিয়নের নামে ফি আদায়
৯ অক্টোবর ২০২১ ১৮:৩০
ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কোনো কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের অস্তিত্ব না থাকলেও প্রশাসন কর্তৃক নিয়মিত আদায় করা হয় ফি। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি সেমিস্টারে ভর্তির সময় ১০০ টাকা করে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন ফি পরিশোধ করতে হয় তাদের।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন অন্তর্ভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার আইন না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ২০০ টাকা (সেমিস্টারপ্রতি ১০০ টাকা) করে ফি আদায় করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুর রহমান বলেন, ‘যার অস্তিত্বই নেই সে খাতে অর্থ আদায় কিভাবে যথার্থ হয়। প্রশাসনের কাছে এ অর্থ হয়ত সামান্য, কিন্তু শিক্ষার্থীদের কাছে তো তা নয়।’
এ খাতে অর্থ নেওয়া উচিত নয় জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড এ এম এম শামসুজ্জামান সারাবাংলা কে বলেন, ‘এ বিষয়ে আমরা জানি না। কারণ আমরা খাত হিসেবে অর্থ গ্রহণের হিসাব রাখি না। সামগ্রিক হিসাব রাখি এবং পরবর্তীতে অধ্যাদেশ অনুযায়ী বণ্টন করি।’
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আগে এ খাতে বিশ্ববিদ্যালয় অর্থ গ্রহণ করত। এখন থেকে সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন খাতে কোনো অর্থ গ্রহণ না করার বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী মিটিং এ সকল বিষয় ডিন অফিসে জানিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রহণকৃত এ অতিরিক্ত টাকা সম্পর্কে জানতে চাইলে শেখ রেজাউল করিম বলেন, ‘এতদিন গ্রহণকৃত টাকা শিক্ষার্থীদের বৃত্তির জন্য ব্যয় করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনায়।’
তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একটি সেমিস্টারের এনরোলমেন্ট শুরু হয়েছে। প্রশাসন থেকে নির্দেশ না আসায় শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা দিয়েই এনরোলমেন্ট করতে হচ্ছে।
সারাবাংলা/আইই