Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলল ঢাবির হল

ঢাবি করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৪:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা হলে ওঠার সুযোগ পেয়েছেন

ঢাকা: এবার সব বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সকাল ৮ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে গত ৫ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে তোলা হয়েছিল।

স্বাস্থ্যবিধি মেনে হলগুলোর প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরদের তদারকিতে ন্যূনতম একডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের সার্টিফিকেট ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয় পত্র দেখিয়ে স্বাস্থ্যবিধি মেনে হলে উঠছেন শিক্ষার্থীরা। এসময় হল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের মাঝে মাস্ক-স্যানিটাইজারসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করতে দেখা যায়।

এদিকে গত ৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/আরআইআর/এনএস

আবাসিক হল ঢাকা বিশ্ববিদ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর