Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার ২৬ কোটি ভ্যাকসিন নিশ্চিত করেছে: স্বাস্থ্য সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৫:৩৮

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: সারাংলা

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ চলছে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করেছে।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

সচিব বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রাপ্তি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণের হার এখন দুই শতাংশের নিচে, তবে যেকোনো সময় এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এ কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা ভ্যাকসিনের যোগান নিশ্চিত করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে ৮ কোটি মানুষকে ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, অক্টোবরে ৩ কোটি, নভেম্বরে পৌনে ৪ কোটি, ডিসেম্বরে ৫ কোটি ও আগামী জানুয়ারিতে পৌনে ৪ কোটি ডোজ ভ্যাকসিন আসবে দেশে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে ভ্যাকসিনেত আওতায় নিয়ে আসতে পারব। এ জনসংখ্যা দেশের ৭০ শতাংশ। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর