কর্ণফুলীর তীরে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর
১০ অক্টোবর ২০২১ ১৫:৫০
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে কর্ণফুলী নদীর তীরে বেড়াতে গিয়ে লরির চাপায় মৃত্যু হয়েছে খাদিজা আক্তার উর্মি (১৮) নামে এক কলেজছাত্রীর। রোববার (১০ অক্টোবর) দুপুরে নগরীর সদরঘাটে নেভাল-টু হিসেবে পরিচিত একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খাদিজা আক্তার উর্মি নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সারাবাংলাকে জানান, কলেজে ক্লাস শেষে অদূরে নেভাল-টুতে সহপাঠীদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন উর্মি। মূল সড়ক থেকে নেমে নেভাল-টুতে পৌঁছানোর পথে পেছন থেকে রড বোঝাই একটি লরি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উর্মিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক লরি ফেলে পালিয়ে গেছে। লরি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/আরডি/এসএসএ