Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, অভিযুক্ত নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৬:৫১

জয়পুরহাট: ক্ষেতলালে মাত্র দুইশ টাকা চুরির অপবাদ দিয়ে আনিকা আক্তার (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই মামলার পর অভিযুক্ত বেলী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতরকৃত বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

নির্যাতনের শিকার আনিকা আক্তার স্থানীয় সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীদের বরাত দিয়ে ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এমন সময় ক্যাশ বাক্সে দুইশ টাকা না থাকার অভিযোগ এনে আনিকাকে বাজারের পাশের একটি গাছে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে আনিকা দুইশ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন বেলী বেগম।

ওসি আরও জানান, গাছে বাঁধা ওই শিশু টাকা চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মামলা হলে অভিযুক্ত বেলী বেগমকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমও

গাছের সঙ্গে বেঁধে নির্যাতন নারী গ্রেফতার শিশু নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর