Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে আরজে নিরব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২১ ১৯:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২১:৩২

আরজে নিরব: ফাইল ছবি

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই (নিরস্ত্র) রুহুল আমিন আসামি নিরবের একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৮ অক্টোবর নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে আরজে নিরবকে গ্রেফতার করা হয়।

আরজে নিরব দেশের সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। এখন তিনি সিটি এফএম রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন।

সারাবাংলা/এআই/এসএসএ

আরজে নিরব কারাগারে আরজে নিরব টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর