Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কাঠমিস্ত্রি আটক

চবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২১ ১৮:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ মো. মাসুদ নামে এক কাঠমিস্ত্রিকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের আশপাশের কোনো ভবনে কাজ করতে পারবেন না শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ এফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইঁয়া এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত মো. মাসুদ গত এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিলেন।

প্রক্টর রবিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে উত্ত্যক্ত করার অভিযোগ স্বীকার করেছে। মুচলেকা নিয়ে আমরা তাকে ছেড়ে দিয়েছি।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কোনো ভবনে কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন মো. মাসুদ। বিশ্ববিদ্যালয় এলাকায় কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।

সারাবাংলা/সিসি/টিআর

কাঠমিস্ত্রি আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর