জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর নেতৃত্ব চায় বাংলাদেশ
১১ অক্টোবর ২০২১ ২১:৪৯
ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগে উন্নত দেশ বিশেষ করে জি-২০’কে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘বিশ্ব নেতাদেরকে ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।’
সোমবার (১১ অক্টোবর) ভুটানে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে ধনী দেশগুলোর সঙ্গে সব দেশেরই ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (এনিডিসি) ক্রমান্বয়ে বাড়াতে হবে।’
শাহাব উদ্দিন বলেন, ‘আর্টিকেল ৬ বিষয়ক আলোচনা চূড়ান্তকরণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে এসংক্রান্ত প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল ৬ মেকানিজমে কার্যকরী অংশগ্রহণের জন্য স্বল্পোন্নত দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি করা উচিত।’
সম্মেলনে বিভিন্ন স্বল্পোন্নত দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তৃতা করেন।
সারাবাংলা/জেআর/এমও