Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালথার ইউএনও’কে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিময় উপহার

লোকাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২১ ১০:২৩

সালথা (ফরিদপুর): মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতি হিসেবে সালথার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিব সরকারকে লুঙ্গি-গামছা-গেঞ্জি উপহার দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন।

সোমবার (১১ অক্টোবর) সালথার ইউএনও’র বিদায় অনুষ্ঠানে তাকে এসব জিনিস উপহার দেন তিনি।

মো. বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিব সরকার নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার ধমনীতে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাবিহত হচ্ছে। বংশ পরম্পরায় তিনিও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করবেন। তাকে যুদ্ধকালীন এমন স্মৃতিময় পোশাকের নমুনা উপহার স্বরূপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

এ সময় মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ১৯৭১ সালের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা মো. বেলায়েত হোসেন।

সারাবাংলা/এজেড/এমও

সালথার ইউএনও স্মৃতিময়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর